close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দশমাইল হাইওয়ে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে খাদে অল্পের জন্য বেঁচে গেলো যাত্রী।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুর-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে অল্পের জন্য বেঁচে গেছেন যাত্রীরা।..
রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ৩নং ফতেজংপুর ইউপির চম্পাতলী বাজারের পূর্বে ঝর্না নার্সারির সামনে দশমাইল হাইওয়ে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।
 
জানা গেছে, রংপুর থেকে পঞ্চগড় গামী বি আর টিসি একটি যাত্রীবাহি বাস ওইস্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের ধারে খাদে উল্টে পড়ে যায়। এতে কোন আহত বা নিহতের ঘটনা ঘটেনি।
 
দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর থেকে পঞ্চগড় গামী বি আর টিসি যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে খাদে উল্টে পড়ে যায়। এতে কেউ আহত হয়নি। 
Geen reacties gevonden