close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোঃ সম্রাট আলী avatar   
মোঃ সম্রাট আলী
****

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বাগোয়ান গার্লস কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত উপজেলার মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মণ্ডলের ছেলে।


নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে প্রাগপুরের দিকে যাচ্ছিলেন। বাগোয়ান গার্লস কলেজের কাছে স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিকে ক্রস করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এ সময় শান্ত গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তর ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

没有找到评论


News Card Generator