দৌলতপুরে পাটবোঝাই ট্রাকে আ গু ন 

মোঃ সম্রাট আলী avatar   
মোঃ সম্রাট আলী
কুষ্টিয়ার দৌলতপুরে পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্ততঃ ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ....

 

 

কুষ্টিয়ার দৌলতপুরে পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্ততঃ ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 



রবিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের শান্তিনগর মাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহেরমাদি এলাকা থেকে পাটবোঝাই ট্রাকটি সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেয়। শান্তিনগর মাঠের মধ্যে পৌঁছালে বৈদ্যুতিক তারের সংস্পর্শে স্পার্কিং হয়ে পাটবোঝাই ট্রাকে আগুন ধরে যায়। 

 

পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার ও হৈ চৈ শুরু করে। ঘটনাটি টের পেয়ে ট্রাক চালক ট্রাকটি থামান। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। 

 

দূর্ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী লিটন আলী জানান, পাটবোঝাই ট্রাকটি (কক্সবাজার ট-১১-০১০৫) সৈয়দপুর যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাটবোঝাই ট্রাকে আগুন ধরে যায়।

 

অগ্নিকান্ডে তার প্রায় ৯ লাখ টাকার পাট ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। 

 

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, রাস্তার পাশে বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে ট্রাকে থাকা পাটে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে ট্রাক ও পাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি