close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ডোমারে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত..

Md Roman kabir avatar   
Md Roman kabir
২০০৬ সালের ২৮ অক্টোবর— বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক ও হৃদয়বিদারক অধ্যায়। এদিন ঢাকার পল্টনে প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়, আর সেই হত্যাকাণ্ডের ..

সন্ধ্যা ৬টায় ডোমার উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুচির মোড়ে সমাবেশে পরিণত হয়।

প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ সোহেল রানা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম এবং বিশেষ বক্তব্য রাখেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল হক।

বক্তারা বলেন,

“২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত ও রক্তঝরা দিন। এই দিনে ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া নিরস্ত্র কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছিল। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাদের ত্যাগের বিনিময়ে ইনশাআল্লাহ দেশে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।”

বক্তারা আরও বলেন,

“ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও ইনসাফের সমন্বয়ে আগামীর বাংলাদেশে সরকার গঠন করবে জামায়াতে ইসলামী। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সব সময় অটল থাকবে।”

শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Ingen kommentarer fundet


News Card Generator