close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের হাতে নিহত..

হাবিবুর রহমান avatar   
হাবিবুর রহমান
দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের হাতে নিহত..

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সংগে ওদের বিরুদ্ধে মামলা করার আহবান জানাচ্ছি। চান্দনা চৌরাস্তায় রক্তাক্ত 
সন্ত্রাসীদের কোপে নিহত সাংবাদিক তুহিন।

গাজীপুরের চান্দনা চৌরাস্তার এক চায়ের দোকানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজের সাহসী সাংবাদিক তুহিনকে। এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের মৃত্যু নয়, বরং ন্যায় ও সত্যের কণ্ঠরোধের জঘন্য উদাহরণ। কলম থেমে গেলেও তুহিনের সত্যবচন আজও জ্বলে থাকবে প্রতিবাদ আর বিবেকবানদের হৃদয়ে। জাতি দাবি জানায়—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক।এই নির্মম নির্যাতন

সাংবাদিকরা আর কতদিন বয়ে বেড়াবে  জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম ,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

 

 

コメントがありません