আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
উত্তরবঙ্গের জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক করতোয়ার ৫০ বছরে পর্দাপণ উপলক্ষে নওগাঁর মান্দায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মান্দা প্রেস ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক করতোয়ার মান্দা উপজেলা প্রতিনিধি আলহাজ্ব আব্দুল জব্বার।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম ও মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান। স্বাগত বক্তব্য দেন আয়োজক আলহাজ্ব আব্দুল জব্বার।
এছাড়াও বক্তব্য রাখেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব সাহাদৎ হোসেন প্রামাণিক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংবাদিক পলাশ চন্দ্র সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়। পরে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড় প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, ‘দৈনিক করতোয়া দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও পত্রিকাটি সত্য ও সাহসিকতার প্রতীক হয়ে পাঠকের মন জয় করে চলবে এটাই সকলের প্রত্যাশা।'