close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দৈনিক Kalbela সাংবাদিক নিখোঁজ

Rakibul Islam avatar   
Rakibul Islam
নিজ বাসা থেকে ঢাকার উদ্দ্যেশে বের হয়ে নিখোঁজ হন।
দৈনিক কালবেলার গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি ও কালিয়াকৈর শাহীন স্কুলের পরিচালক মনিরুজ্জামান নিখোঁজ। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের কামার কুমুল্লী গ্রামের আঃ সালামের ছেলে।
 
গতকাল মঙ্গলবার সকালে সে নিরঞ্জন সরকারের মালিকানাধীন ভাড়ায় চালিত প্রাইভেটকারে (রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৯-১৯৭৮) নিজ বাসা থেকে ঢাকার উদ্দ্যেশে বের হয়ে নিখোঁজ হন।
 
তার স্ত্রী সালমা আক্তার জানান, আমার স্বামীর সাথে থাকা আব্দুল্লাহ আল মামুন ও অজ্ঞাতনামা ১ জন ঢাকায় যাইবে মর্মে নিরঞ্জন সরকার এর প্রাইভেটকার ভাড়া করে। পরবর্তীতে নিরঞ্জন সরকার তাহার প্রাইভেটকার নিয়া শাহীন স্কুলের গেইটের সামনে আসিলে আমার স্বামী বাসা হইতে বাহির হইয়া সে সহ তাহার সাথে থাকা আব্দুল্লাহ আল মামুন ও অজ্ঞাতনামা ১ জন ওই দিন সকালে কালিয়াকৈর থানাধীন লতিফপুর সাকিনস্থ শাহীন ক্যাডেট স্কুলের গেইটের সামনে হইতে উক্ত প্রাইভেটকার যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।
 
সালমা আক্তার আরো বলেন, পরবর্তীতে আমি আমার স্বামীর সাথে বিকালে মোবাইল নাম্বারে কথা বার্তা বলিলে সে জানায় সে বর্তমানে ঢাকায় আছে। হরে কৃষ্ণ সরকার তাহার ভাই নিরঞ্জন সরকারের সহিত তাহার কথা বার্তা বলিলে সেও জানায় সে ঢাকায় আছে।
 
তিনি বলেন, এর পর দীর্ঘ সময় অতিবাহিত হইলেও আমার স্বামী সহ প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকার ও অন্যান্যরা ফেরত না আসলে তাদের মোবাইল নাম্বারে ফোন করে ফোন বন্ধ পাওয়া যায়। অদ্যবধি আমার স্বামী, নিরঞ্জন সরকার সহ অন্যান্যদের এবং নিরঞ্জন সরকারের প্রাইভেটকার সন্ধ্যান করে পাওয়া যায় নাই। এ বিষয়ে আজ বুধবার কালিয়াকৈর থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়েছে।
没有找到评论


News Card Generator