দলীয় নেতৃত্বে আসবে রাজপথের পরীক্ষিত ও জনসম্পৃক্ত নেতাকর্মীরা: মোর্শেদ আলম..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মোর্শেদ আলম বলেন, “বিএনপির দুঃসময়ে যারা রাজপথে আন্দোলন, লড়াই, সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ জনগণের সাথে যাদের নিবিড় সম্পর্ক রয়েছে, আগামীতে কাচিনা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃত্ব তাদের হাত..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ৯ নং কাচিনা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোর্শেদ আলম।

আলোচনা সভায় মোর্শেদ আলম বলেন, “বিএনপির দুঃসময়ে যারা রাজপথে আন্দোলন, লড়াই, সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ জনগণের সাথে যাদের নিবিড় সম্পর্ক রয়েছে, আগামীতে কাচিনা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃত্ব তাদের হাতেই আসবে। কারণ রাজনীতি মানে জনসেবা, আর জনসম্পৃক্ত না হলে সেই নেতৃত্ব টেকসই হয় না।”

সভায় তিনি আরও বলেন, “দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। তৃণমূলের শক্তি হচ্ছে দলের আসল শক্তি। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দও দলের বর্তমান পরিস্থিতি, আন্দোলন ও আগামী দিনের কৌশল নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্ত ও সংগঠনকে সুসংগঠিত রাখতে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শতাধিক তৃণমূল কর্মী।

এ ধরনের সভা আয়োজনের মাধ্যমে দলীয় ঐক্য ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে সাধারণ কর্মীদের মাঝে, এমনটাই আশা করেন আয়োজকরা।

没有找到评论