বহুদিন ধরে ভীষণ রকম অপেক্ষাতে আছি,
কত দূরত্বে খুঁজি, তবু মৃত্যুর কাছাকাছি।
ভীষণ রকম জাগিয়ে তোলো,
জড়িয়ে ধরো মৃত্যু,
আশাহত প্রেমিকের মত,
জাগিয়ে তোল বেদনার ক্ষত।
প্রণয়ে মত্ত প্রেমিকের মত
হাতে হাত রাখো, ঠোঁটে ঠোঁট
ওষ্ঠ ছুয়ে নিমজ্জিত করো,নিস্তেজ করো,
আরো জড়িয়ে ধরো।
মুহুর্তে মুহুর্মুহু ভীষণ কবিতারা যেমন মুগ্ধতায় করে তাড়া।
সমাধিতে শুধু প্রণয়তো নয়
সাদা সেরোয়ানিতে বাসর হবে
অবসর হীন।
মুনকিরনাকির, সওয়ালজবাব
পৃথিবী থেকে কেড়ে নেয়া শূন্যতা নিরব।
চলো পূথিবী ছেড়ে বহুদূরে,
জাগতিক সব টানাপোড়ন ছেড়ে,
নীরবতার সুরে,তোমার-আমার নবতিপয় সংসার।
এসো অবসাদময় অবশ শরীর নিয়ে চটপট ঘুমিয়ে পড়ি।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
ম.ম.রবি ডাকুয়া
Abrar Hasan
5 bulan yang lalu
🥰🥰
0
0
Membalas
Menampilkan lebih banyak



















