close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দক্ষিণ কেরানীগঞ্জে রাতের আঁধারে জমির মাটি চুরির হিড়িক!

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
দক্ষিন কেরানীগঞ্জের তেঘরিয়া ও কুন্ডা ইউনিয়নে রাতের আধারে মাটি চুরির হিড়িক..

ইস্পাহানী ইমরান কেরানীগঞ্জ:

দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের মুজাহিদ নগর পূর্বদি, আব্দুল্লাহপুরের করেরগাঁও, পশ্চিম আড়াকুল এবং কোন্ডা ইউনিয়নের মঠবাড়ি এলাকাজুড়ে চলছে জমির মাটি চুরির মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে একাধিক সংঘবদ্ধ চক্র তিন ফসলি জমি ও সরকারি খাস জমি থেকে মাটি কেটে ট্রাকে করে বিক্রি করছে।

মাঠ পর্যায়ে সরেজমিনে ঘুরে দেখা যায়, ২০ ফুট রাস্তার শেষ প্রান্ত থেকে শুরু করে মাঠের ভেতরে গভীর গর্ত তৈরি করে মাটি কাটা হচ্ছে। এ চক্রের বিরুদ্ধে কেউ মুখ খুললেই হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

একজন স্থানীয় কৃষক বলেন, "আমাদের জমি তো শেষ, এখন রাস্তা পর্যন্ত কেটে নিচ্ছে। এর ফলে বৃষ্টিতে রাস্তাও ভেঙে যাচ্ছে।"

জানা যায়, রাত ১০টার পর থেকেই শুরু হয় এই অবৈধ কর্মকাণ্ড। বিশাল ট্রাক ও মাটি কাটার যন্ত্রের শব্দে এলাকাবাসী অতিষ্ঠ। অথচ প্রশাসনের নজরদারির কোনো প্রমাণ মিলছে না।

এলাকাবাসীর প্রশ্ন—কেন এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশাসনের নীরবতা কি তাদের মদতের ইঙ্গিত দিচ্ছে?

তবে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অবিলম্বে এই মাটি চুরির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।

Hiçbir yorum bulunamadı