close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজ ও ভূমিদস্যু গ্রেপ্তার

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
পুলিশ জানায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় জমি দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অন্যদিকে উজ্জ্বল খান বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করতেন।..

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক ভূমিদস্যু ও এক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ একটি নিয়মিত টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ভূমিদস্যু আলী হোসেন (৪০) এবং চাঁদাবাজ উজ্জ্বল খান (৪৪)। পুলিশ জানায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় জমি দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অন্যদিকে উজ্জ্বল খান বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করতেন।

অভিযানে তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩৩,০১০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Walang nakitang komento