দক্ষিণ কেরানীগঞ্জের শিকদার গ্রুপের ১০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রে শুক্রবার রাতভর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ, ক্যাবল ও অফিস সরঞ্জাম লুট করে নিয়ে গেছে।
প্লান্ট সূত্র জানায়, বাস্তা ইউনিয়নের আউরাহাটি গ্রামে ১ম ধলেশ্বরী সেতুর টোল প্লাজার পাশে অবস্থিত প্লান্টে প্রায় ২০ জন ডাকাত অস্ত্রের মুখে হামলা চালায়। রাত সাড়ে ৭টার দিকে তারা নিরাপত্তাকর্মীসহ ১০ জন কর্মচারীর হাত-পা ও চোখ বেঁধে ফেলে জিম্মি করে একটি ভবনে আটকে রাখে।
প্লান্ট ইনচার্জ কবির জানান, ডাকাতরা রাতভর কয়েকটি কনটেইনার ও অফিস কক্ষ তছনছ করে তিনটি বড় ট্রাকে মালামাল বোঝাই করে নিয়ে যায় এবং পরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেয়। অফিস সহকারী একরামুল হক জানান, বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
স্টাফ আবু নাইম বলেন, ডাকাতরা নদীপথ ও সড়কপথ—দুই দিক থেকেই প্লান্টে প্রবেশ করে। তাদের ভাষা শুনে ধারণা করা হচ্ছে, তারা স্থানীয় হতে পারে।
২০১২ সালের ডিসেম্বরে চালু হওয়া এই বিদ্যুৎ কেন্দ্র পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেডের মালিকানাধীন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।