ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র ও যুবনেতা জনাব সালাউদ্দিন আহমেদকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এ উপলক্ষে ৬নং ভালুকা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এক অভ্যর্থনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দলীয় প্রতি তার অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, জেলা পর্যায়ের এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সক্ষম হবেন।
৬নং ভালুকা ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, “জনাব সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে দলের প্রতি বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দক্ষ নেতৃত্বে ভালুকাসহ সমগ্র দক্ষিণ জেলা বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে।”
বক্তারা আরও বলেন, “সালাউদ্দিন আহমেদের মতো পরীক্ষিত নেতা জেলা কমিটিতে জায়গা পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”
এই শুভক্ষণে সালাউদ্দিন আহমেদ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে যে আস্থা ও সম্মানের প্রতীক হিসেবে দেওয়া হয়েছে, আমি তা যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।”