ড্যাবের নির্বাচনে ডা. হারুন -শাকিল পরিষদের প্যানেল পরিচিত ও মতবিনিময় সভা..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

ড্যাবের নির্বাচনে ডা. হারুন-শাকিল পরিষদের
প্যানেল পরিচিতি ও মত বিনিময় সভা 

শহিদুল ইসলাম খোকন :
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচন ২০২৫ এর প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ আগষ্ট দুপুরে রাজধানীর উত্তরায় উত্তরা আধুনিক মেডিকে কলেজ হাসপাতালে এ  প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন ড্যাবের সাবেক সভাপতি ও  বর্তমান সভাপতি প্রার্থী প্রফেসর ডা. হারুন অর রশিদ। ড্যাবের ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্ত্বে ও  উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের ড্যাবের সদস্য  ডা. আনোয়ার হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ড্যাবের সিনিয়র যুগ্ন মহা সচিব প্রার্থী প্রফেসর খালেকুজ্জামান দিপু,ড্যাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রফেসর সিরাজুল ইসলাম, উত্তরা মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. মাজাহারুল ইসলাম দোলন, ড্যাবের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ডা. শেখ ফরহাদ, চক্ষু বিজ্ঞান হাসপাতাল ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক , ডা. মেহবুবুল হাসান, হলিফ্যামিলি হাসপাতালের সভাপতি ডা.মাহমুদুর রহমান মেহের, মহা সচিব প্রার্থী 
ডা. জহিরুল ইসলাম শাকিল, ড্যাবের সাবেক সহ সম্পাদক ডা. নেয়াজ শহীদ রানা,নিটুল ড্যাবের সদস্য সচিব ড. আতিকুল ইসলাম সূজন, উত্তরা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাধারন সম্পাদক ডা.বজলুর রহমান আদিল,ড্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. গালিব, সাবেক সদস্য ডা.আমিরুল ইসলাম পাভেল,উত্তরা আধুনিক ম্যাডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা.রাকিবুল ইসলাম আকাশ, উত্তরা মেডিকেল কলেজ হাসপাতাল ড্যাবের সভাপতি প্রফেসর ডা. জাহানার লাইজু প্রমুখ।

ড্যাবের প্যানেল হলো- সভাপতি প্রার্থী প্রফেসর ডা. হারন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী ডা.আবুল কেনান, মহসচিব ডা.মো.জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ন মহাসচিব প্রার্থী প্রফেসর ডা. মেহেদি হাসান দিপু,কোষাধক্ষ্য ডা. মেহেদি হাসান।

উল্লেখ্য, আগামী ৯ আগষ্ট দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ড্যাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোটার সংখ্যা ৩ হাজার,১শ ৩৯।  

Tidak ada komentar yang ditemukan