close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ডিসি কাপ খেলা শেষে ফেরার পথে ফরিদগঞ্জের দর্শকদেরন উপর হামলা । আহত ৩..

Abdul Kadir  avatar   
Abdul Kadir
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা গেছে, খেলায় জয়লাভের পর ফরিদগঞ্জের দর্শকরা একটি বাসযোগে নিজ এলাকায় ফিরছিলেন। ওয়ার..

 ডিসি কাপ খেলা শেষে ফেরার পথে ফরিদগঞ্জের দর্শকদেরন উপর হামলা । আহত ৩

 চাঁদপুরে অনুষ্ঠিত ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট শেষে ফরিদগঞ্জে ফেরার পথে ফরিদগঞ্জের দর্শকদের বহনকারী বাসে মতলব উত্তরের সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এতে বাসটি ভাঙচুরের শিকার হয় এবং তিনজন আহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা গেছে, খেলায় জয়লাভের পর ফরিদগঞ্জের দর্শকরা একটি বাসযোগে নিজ এলাকায় ফিরছিলেন। ওয়ারলেস মোড় অতিক্রমের সময় মতলব উত্তরের দর্শক ও সমর্থকদের একটি বাস থেকে কয়েকজন নেমে এসে ফরিদগঞ্জের বাসে অতর্কিত হামলা চালায়। এ সময় বাসে ইট-পাটকেল নিক্ষেপ এবং লাঠি ও হকিস্টিক দিয়ে ভাঙচুর চালানো হয়।
আহত মারুফ (১৮) বলেন, “আমরা খেলায় জিতে বাসে করে ফরিদগঞ্জ ফিরছিলাম। হঠাৎ ওয়ারলেস মোড়ে মতলবের কয়েকজন বাস থেকে নেমে আমাদের বাসে হামলা চালায়। বাসের কাচ ভেঙে গেলে আমার, সিহাবের (১৭) এবং আবির (১৮)এর হাতে কেটে যায়।”
বাসটির চালক জানান, “দর্শকরা বিজয়ের আনন্দে উল্লাস করতে করতে ফিরছিলেন। হঠাৎ কয়েকজন এসে লাঠি ও হকিস্টিক দিয়ে গাড়ির জানালার কাচ, সাইড মিররসহ বিভিন্ন অংশ ভেঙে দেয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।”
ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন সজিব বলেন, “খেলা শেষে আমরা খেলোয়াড়দের গোছগাছ করছিলাম। সন্ধ্যার পর খবর পাই, আমাদের দর্শকদের বহনকারী বাসে হামলা হয়েছে। ফরিদগঞ্জে ফিরে দেখি বাসটি ভাঙচুর করা হয়েছে। খেলা শেষে এমন আচরণ অপ্রত্যাশিত অত্যন্ত দুঃখজনক।
উল্লেখ্য চাঁদপুরে ২১ তম ডিসি কাপের উদ্ভোধনী ম্যাচে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার ফুটবল ম্যাচে ২-১ গোলে জয় করে ফরিদগঞ্জ।
ক্যাপশন : ডিসিকাপের খেলা দেখে ফেরার সময় ফরিদগঞ্জের দর্শকদের বাসে মতলব উত্তর উপজেলার সমর্থকদের হামলায় বাসে ভাংচুরের দৃশ্য।

Ingen kommentarer fundet


News Card Generator