close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দীপপুরে গড়ে উঠেছে নতুন ভ্রমণ স্পট, শহরের কোলাহল পেরিয়ে শান্তির নীড়ে ছুটে চলছে মানুষ..

mdzasimuddin avatar   
mdzasimuddin
গাজীপুর প্রতিনিধি:
মোঃ জসিম উদ্দিন।

 

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন হারিকেন রোড দিয়ে ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে এক মনোরম গ্রাম—দীপপুর। তুরাগ নদীর পূর্ব পারে অবস্থিত এই গ্রামের ঠিক পশ্চিম পাশে রয়েছে সাভারের আশুলিয়া। আর এই দুই অঞ্চলের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে তুরাগ নদী। নদীর পাড় ঘেঁষেই দীপপুরে গড়ে উঠেছে এক নতুন ভ্রমণ কেন্দ্র, যা প্রতিদিনই ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছে।

 

এই ঘাটে সারি সারি নৌকা দাঁড় করানো, প্রতিটি নৌকায় বসে আছেন মাঝিরা। কেউ কেউ অপেক্ষা করছেন কাস্টমারের জন্য, আবার কেউ ব্যস্ত দরদাম করছেন দর্শনার্থীদের সাথে। অনেকেই নৌকা ভাড়া করে নদীর বুকে ঘুরে বেড়ান পরিবার বা বন্ধুদের সাথে।

 

দীপপুর ঘাটের আশেপাশেই গড়ে উঠেছে নানা মুখরোচক খাবারের দোকান—ফুচকা, মিষ্টি, ঝালমুড়িসহ স্থানীয় স্বাদের খাবার যা দর্শনার্থীদের ভ্রমণের আনন্দে যুক্ত করছে বাড়তি স্বাদ।

 

নদীর পাড়ঘেঁষেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কাশফুলের বাগান। এখানে ছেলেমেয়েরা ঘোরাফেরা করে, কেউ গল্পে মেতে ওঠে, কেউবা ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। শহরের কোলাহল ও যান্ত্রিকতার বাইরে এসে এখানে খুঁজে পায় একটুখানি শান্তি।

 

দীপপুরে প্রতিদিনই ভিড় করেন নানা বয়সী মানুষ—কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু কিংবা প্রিয়জন নিয়ে, কেউ আসেন মোটরসাইকেল বা প্রাইভেট কারে, আবার কেউ রিকশা বা অটোতে চেপে। বিকেল নামলেই এই এলাকায় তৈরি হয় এক ধরনের গ্রাম্য মেলার আবহ—যেখানে হাসি, আনন্দ আর গল্পে মুখর থাকে পুরো এলাকা।

 

শহরের ব্যস্ততা শেষে একটু স্বস্তির আশায় অনেকে ছুটে আসেন এই নদীপাড়ে। তাই, দীপপুরের এই সৌন্দর্য ও ভ্রমণ স্পট যেন হয়ে উঠেছে শান্তির একটি নির্ভরযোগ্য ঠিকানা।

 

দর্শনার্থীদের আমন্ত্রণ জানিয়ে বলা যায়, দীপপুর শুধু একটি স্থান নয়—এটি শহরের ধুলোমাখা ক্লান্ত হৃদয়ের জন্য এক টুকরো নি

র্মল প্রশান্তি।

Tidak ada komentar yang ditemukan