দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আম কুড়াতে গিয়ে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে উম্মে হাবিবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ মে) রাত ৮ টার দিকে ডুগডুগিহাট শালগ্রামে এ ঘটনা ঘটে। মৃত উম্মে হাবিবা ওই এলাকার হাফিজুল ইসলামের মেয়ে ও পুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
শিশুর চাচি লাকী বেগম জানান, রোববার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও যখন হাবিবা বাড়িতে ফিরছিল না। তখন আমরা সবাই তাকে খোঁজাখুঁজি করতে থাকি। একপর্যায়ে রাত ৮টার দিকে মাহাফুজার রহমানের হাঁসের খামারে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে থাকতে দেখি হাবিবাকে। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।