close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪ ..

Abdus Sattar avatar   
Abdus Sattar
দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায়  আহত হয়েছে আরো ৩ জন। ..

সোমবার সকাল সাতটায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি একেবারেই দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে থাকে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার রোড কলোনি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মানিক হোসেন (৩৪) ও মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে দিনাজপুর জেলা  হিসাবরক্ষণ কার্যালয়ের সুপার  দেলোয়ার হোসেন (৪২) নিহত হন। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের আরও দুই যাত্রী নিহত হন। তারা হলেন ইমদুল (৪০) ও ঠাকুরগাঁও সদর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর জুলফিকার (৪৫)। 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর  এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ভোর ৭ টায় প্রচন্ড বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে আসছিল। অপরদিকে একটি ট্রাক ঠাকুরগাঁয়ের দিকে যাচ্ছিল । পথিমধ্যেই ঘটনাস্থলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। সেখানে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মাইক্রোবাসের এক যাত্রী মারা যান।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনায় চলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tidak ada komentar yang ditemukan