স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন কৃষক এবং আরেকজন ইলেক্টিশিয়ান মিস্ত্রীর প্রাণহানি ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা সদরের দক্ষিন রানীপুর এবং ফুলবাড়ী উপজেলা শহরে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিজের জমিতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎ চালিত সেচযন্ত্রে বিদ্যুৎস্পৃষ্টে সদরের দক্ষিন রানীপুর গ্রামে সহিদুল ইসলাম নামে একজন কৃষক মারা গেছে। প্রথমে তাকে রানীগঞ্জ হাটে পল্লী চিকিৎসকের কাছ থেকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক।
প্রায় একই সময় ফুলবাড়ীর উপজেলা শহরে বাসা বাড়ীতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম্মেল হক নামে একজন ইলেক্টিশিয়ান মিস্ত্রী প্রাণ হারিয়েছে। তাকে ফুলবাড়ী স্বাস্হ্য কেন্দ্রে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
###