close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনে মুরহুমা চকলেটের ছেলেদের সংবর্ধনা প্রদান..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন মুরহুমা খুরশিদ জাহান হক চকলেটের চার সন্তানকে সংবর্ধনা প্রদান করেছে।..

 

স্টাফ রিপোর্টার,দিনাজপুর : দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুরহুমা খুরশিদ জাহান হক চকলেটের চার সুযোগ্য সন্তানকে সংবর্ধনা জানানো হয়েছে। আজ সোমবার জিয়া হার্ট ফাউন্ডেশনের পরিচালনা কমিটি এই সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খুরশিদ জাহান হক চকলেটের মৃত্যুর পরেও তার অবদানকে স্মরণীয় করে রাখতে এবং প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখার জন্য তার চার সন্তান শাহরিয়ার আখতার হক ডন, সানজিদ আখতার হক ডিউ, ড. হাসনাইন আখতার এবং ত্বাসীন আখতার হক ডেলকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে একাধিক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ.কে.এম. আজাদ। তিনি বলেন, 'মুরহুমা খুরশিদ জাহান হক চকলেটের অবদান অমূল্য। তার চার সন্তান তাদের মায়ের আদর্শকে সামনে রেখে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খালেকুজ্জামান বাবু, তাহের মোহাম্মদ বদরুদোজ্জা আবু, আনোয়ারুল কবির, শাহিন খান, মেহেরুল্লাহ বাদল এবং মমিনুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা বলেন, 'আওয়ামী লীগ সরকার আমলে গত ১৫ বছর ধরে সরকারি অনুদান না পেলেও দানশীল ব্যক্তিদের সহায়তায় প্রতিষ্ঠানটি টিকে আছে।'

বক্তারা আরও জানান, ভবিষ্যতে দিনাজপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই পদক্ষেপ দিনাজপুরের চিকিৎসা সেবার মান আরও উন্নত করবে।

জিয়া হার্ট ফাউন্ডেশনের সাথে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এবং খুরশিদ জাহান হক অব ক্যান্সার রিসার্চ হাসপাতালের মতো সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়ানো হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো সিমিত খরচে গুণগত মান সম্পন্ন চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।

এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে মুরহুমা খুরশিদ জাহান হক চকলেটের অবদানকে স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি তার উত্তরসূরিদেরও স্বীকৃতি প্রদান করা হলো। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, সিমিত খরচে গুণগত মান সম্পন্ন চিকিৎসা সেবা বৃদ্ধি করতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।

No comments found