close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুরে ইয়াসমিনের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত 

Azizar Rahman avatar   
Azizar Rahman
দিনাজপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট দুপুর ১২ টায় দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।..

লাদেশ নারী আন্দোলন দিনাজপুর জেলা শাখার সংগঠক জোছনা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্যদের কমরেড মনজুর আলম মিঠু,  বাংলাদেশ নারী আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক রোকেয়া খাতুন, সদস্য সচিব এ্যাড. ফরিদা ইয়াসমিন, সদস্য জান্নাতুল মাওয়া, মেস ও গৃহকর্ম শ্রমিক আন্দোলন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক নন্দিনী রায়, বিপ্লবী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার সংগঠক অজয় রায় প্রমুখ। 

বক্তারা বলেন , ৩০ বছর আগে শ্রমজীবী কিশোরী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দিনাজপুরসহ সারাদেশের বিবেকবান মানুষ যে গৌরব্বজ্জ্বল লড়াই এর মাধ্যমে ইয়াসমিনের খুনিদের বিচার নিশ্চিত করেছিলো। শাসকগোষ্ঠী জনগনের সে সংগ্রামী ইতিহাস ভুলিয়ে দিতে চায়। এ সময় 
বক্তারা ইয়াসমিন হত্যা দিবসকে রাষ্ট্রীয় উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে পালন করার দাবি জানান। 

বক্তারা , নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকের দিনে নারীর উপর চলমান সকল পুঁজিবাদী শোষণ নির্যাতন ও মৌলবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে।  আজকের দিনে সকল ধরনের মব সন্ত্রাস, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।   

এর আগে সকাল ১০ টায় নেতৃবৃন্দ দিনাজপুরের দশমাইলে ইয়াসমিনের স্মরণে নির্মিত  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং সুইহারিস্থ সংগঠনের জেলা কার্যালয় থেকে  সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার,সম কাজে সম মজুরি,  নারী নির্যাতন,মব সন্ত্রাস, সভা সমাবেশে নারী বিদ্বেষী প্রচারণা  বন্ধসহ বিভিন্ন দাবিতে একটি মিছিল নিয়ে দিনাজপুর শহর প্রদক্ষিণ করে।

Tidak ada komentar yang ditemukan