close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অটো, মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সবাই গুরুতর আহত..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

দিনাজপুর প্রতিনিধি: খান মোঃ আঃ মজিদ 

দিনাজপুরের দশমাইল এলাকায় তুলাফাম সামনে আজ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। অটো, মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলো মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটো ও মোটরসাইকেলের যাত্রীসহ প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এখন পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

Không có bình luận nào được tìm thấy