স্টাফ রিপোর্টার > দিনাজপুর অঞ্চলে দুইটি সীমান্তে পুশইনের শিকার ২০জনকে আটক করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা। গতকাল সোমবার রাতে তাদেরকে পুশইন করেছে বিএসএফ।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, বিরলের এনায়েতপুর বিওপির টহলদল ১৩ জনকে এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দুরিয়া বিওপির টহলদল আরো ৭জনকে আটক করেছে। গতকাল সোমবার রাতে ওই ২০জনকে পুশইন করেছে বিএসএফ সদস্যরা।
এনায়েতপুর সীমান্তে আটক ১৩ জনের মধ্যে ২ নারী এবং ২জন পুরুষসহ ৯জন শিশু রয়েছে। চান্দুরিয়ায় আটক করে ৭জনের মধ্যে ৩জন শিশু ২জন পুরুষ এবং ২ জন নারী রয়েছে।
আটকদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে এবিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাবেন তারা।