close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুর ইনস্টিটিউটের ১২০তম বর্ষপূর্তি: নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ..

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
বৃহত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউটের ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার  পঞ্চম দিনে ২৩ জুলাই-২০২৫ বুধবার সন্ধ্যায়  দিনাজপুর  ই..

নৃত্য প্রতিযোগিতায়  অংশগ্রহণকারী বিজয়ীদের  মাঝে  পুরস্কার হিসাবে   ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা  হয়েছে।

দিনাজপুর ইনষ্টিটিউটের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আতিকুর রহমান  নিউ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, সহ সভাপতি প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর, সুভেনিয়র প্রকাশনা কমিটির আহবায়ক সরদার মোঃ শফিঊল আলম বুলবুল, আ:ই:সো: আনোয়ার ডিয়ার ও শামীম কবির অপু।

শেষে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগে  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রওনক আরা হক নিপা। অপরদিকে ২২ শে জুলাই সন্ধ্যায়   অনুষ্ঠিত টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ চারজনকে পুরস্কার প্রদান করা হয়।

لم يتم العثور على تعليقات