ডিজিটাল প্রতারণা

Aziz Liton avatar   
Aziz Liton
ডিজিটাল প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ

সাধারণ মানুষকে আর্থিক প্রলোভন দেখিয়ে ডিজিটাল প্রতারণার শিকার

  
*শেয়ারবাজারের দুর্দিন, প্রচন্ড বেকারত্ব, অর্থনৈতিক অস্বচ্ছলতা এবং শর্টকাট-উচ্চাকাঙ্কখীদের লোভ-কে কাজে লাগাতে এক শ্রেণীর অসাধু মানুষ অনলাইনে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্নভাবে তৎপর; সচেতন থাকুন এবং নিজেকে নিরাপদ রাখুন।*

_সাম্প্রতি লক্ষণীয় কয়েকটি অলনাইন ধোঁকাবাজি ও হয়রানীঃ_
* *শেয়ার পরামর্শক;* ইনবক্স পার্টি, আইটেম গুরু, পেইড গ্রুপ, বিকাশ পার্টি, ইত্যাদি বিভিন্ন মাধ্যমে ধোঁকাবাজি।

* *ফরেক্স ট্রেডিং ইনফ্লোয়েন্সার;* ফ্রি ফরেক্স কোর্স, ফ্রি ফরেক্স একাউন্ট, ডিপোজিটে বিশাল বোনাস অফার, ইত্যাদি সহ বিভিন্ন মানিলন্ডারিং আইন বিরোধী কার্যক্রমে অংশগ্রহণের ধোঁকাবাজি।

* *ফিশিং লিংক শেয়ার;* বিভিন্ন নামীদামী ব্রান্ডের গিফট অফারের প্রলোভন দেখিয়ে ফিশিং লিংক শেয়ার ও ডিভাইস হ্যাকিং এর মাধ্যমে ধোঁকাবাজি।

* *ইংরেজি ভাষার ফোনকল;* ইংরেজি ভাষায় মহিলা কন্ঠে ফোন করে লোভনীয় পার্ট টাইম কাজের অফারের মাধ্যমে ধোঁকাবাজি।
* *বিশেষ ছাড় অফার;* অনলাইনে বিশেষ ছাড় অফারে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে অর্ধেক দাম অফারের মাধ্যমে ধোঁকাবাজি।
* *অন্যান্য;* অনলাইন এফিলিয়েট, মাল্টিপার্পাস মার্কেটিং, ইত্যাদি।

- এস ,এ, আজিজ ( লিটন)

لم يتم العثور على تعليقات


News Card Generator