মো সোহেল রানা দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি,
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মিটু চৌধুরী, সাধন ঘোস, সুখলাল ব্রহ্মচারী, চিত্ত রঞ্জন দেব নাথ, শিবু চন্দ্র দেসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ ও জীবন দর্শন তুলে ধরে বলেন, ন্যায়, ধর্ম, সত্য ও কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ আজও সকল যুগে প্রাসঙ্গিক। তাঁর শিক্ষাই মানব সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার পথ দেখায়। আলোচনা সভায় শেষ জুলাই আগষ্ট শহীদের আত্মা সদগতি কামনা ও আহতদের আরোগ্যে লাভের জন্য প্রার্থনা করা হয়েছে।