close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

Md sohel Rana avatar   
Md sohel Rana
****


মো সোহেল রানা দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি, 
শান্তি সম্প্রীতি উন্নয়ন ধারা অব্যহত রেখে আত্বমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তারই ধারবাহিগতাখাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ই বেংগলে ব্যবস্থাপনায় কবাখালী ইউনিয়ন দূর্গম হাজাছড়া জোড়াব্রীজ মাধমিক উচ্চ বিদ্যালয়ে পাহাড়ি সম্প্রদায়ী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।  
বৃহস্পতিবার(২১আগস্ট)  সকালে ইউনিয়ন দূর্গম হাজাছড়া জোড়াব্রীজ মাধমিক উচ্চ বিদ্যালয়ের পাশ^বর্তী এলাকা  হাজাছড়া, কাংঙ্গেরিমাছড়া,জাম্বুরা এলাকার ৩শতাধিক পাহাড়ি সম্প্রদায়ী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান। 
এসময় দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও মো রাকিবুল হাসান রনি বলেন, দীঘিনালা জোন কমান্ডার লে: কর্নেল মো ওমর ফারুক স্যারের নির্দেশনায় দূর্গম এলাকায় মেডিকেল ক্যাপের মাধ্যমে গরীব অসহায় দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।  এধরণের সেবা অব্যহত থাকবে।এতে তিনশতাধিক রোগী দেখা হয়।

No comments found