close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ধুরুং বাজারে বিএনপির গণসংযোগ ও পথসভা:

Nazrul Islam avatar   
Nazrul Islam
নজরুল ইসলাম, কুতুবদিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এটিএম নুরুল বশর চৌধুরী  ১৪ জুলাই ২০২৫ (সোমবার) বিকালে কুতুবদিয়ার ধুরুং বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

সন্ধ্যা ৫টা থেকে রাত ৭টা ১৫ মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে, মানুষকে গুম-খুনের শিকার হতে হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজারো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী স্বৈরাচার সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে জাতীয়তাবাদী শক্তির বিজয়।”

‎গণসংযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আহমদ।

এ সময় কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

Nenhum comentário encontrado