ধুমধাম করে উদ্বোধন হলো ইয়াং স্টার ক্লাব
সজিব আহমেদ ভলুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
২৯ আগস্ট, শুক্রবার। তরুণদের স্বপ্ন ও কর্মোদ্যমকে পাথেয় করে যাত্রা শুরু করল ইয়াং স্টার ক্লাব। এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের শুভ উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মামুন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা কায়সার আহমেদ কাজল সহ সম্পাদক ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল আহবায়ক প্রার্থী স্বেচ্ছাসেবক দল ভালুকা উপজেলা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবটির সভাপতি ইদ্রিস আলী ফকির আরো উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা সজিব আহমেদ বাবু, বাদশা খান আরিফ, যুবদল নেতা মাসুদ ঢালী প্রমুখ তাঁদের মূল্যবান উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মহিমান্বিত করে তোলে। এ ছাড়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা এবং ক্লাবের সকল সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই ক্লাব শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি হবে সমাজসেবার এক শক্তিশালী প্ল্যাটফর্ম। তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সমাজ আরও উন্নত হবে।” ক্লাবের উপদেষ্টা কায়সার আহমেদ কাজল বলেন, “আমরা এই ক্লাবের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে চাই এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে চাই।”
উদ্বোধনের পর প্রধান অতিথি ও উপদেষ্টাবৃন্দ ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ক্লাবের সদস্যরা সমাজের উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।