close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ধনবাড়ীতে আলহাজ্ব আফিফ উদ্দিন আহমাদের পক্ষ থেকে ২ লক্ষ টাকা মসজিদে অনুদান..

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
****

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ঝোপনা দক্ষিণপাড়া খান বাড়ী জামে মসজিদের উন্নয়নের কাজে সহায়তার লক্ষ্যে আলহাজ্ব আফিফ উদ্দিনের নির্দেশে নগদ ২ লক্ষ টাকা মসজিদ কমিটির কাছে পৌঁছে দিলেন ধনবাড়ী নওয়াব স্টেটের ম্যানেজার মোঃ শরিফ উদ্দিন।

এই নগদ টাকা অনুদান পেয়ে মসজিদ কমিটি মহাখুশি হয়েছেন এবং তারা আলহাজ্ব আফিফ উদ্দিন আহমাদের জন্য বিশেষ দোয়া করেন।

উল্লেখ্য, এই মসজিদের ছাদ নির্মাণের লক্ষ্যে ইতিপূর্বে আরো ২ লক্ষ ১১হাজার আটশত টাকা প্রদান করেন আলহাজ্ব আফিফ উদ্দিন আহমাদ। তিনি শারীরিক অসুস্থতার কারণে আজ এই অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বিধায় তিনি সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন

没有找到评论