close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ধনবাড়ী  উপজেলার  উখারিয়াবাড়ী  ডিগ্রি কলেজের  সামনে কাঁচা  সড়কে  চলাচলে দুর্ভোগ..

Md Rony avatar   
Md Rony
মো. রনি টাঙ্গাইল জেলা প্রতিনিধি


ধনবাড়ী  উপজেলার  উখারিয়াবাড়ী  ডিগ্রি কলেজের  সামনে কাঁচা  সড়কে  চলাচলে দুর্ভোগ


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড  উখারিয়াবাড়ী, ডিগ্রি কলেজের সামনের কাঁচা রাস্তাটি ছবরের মোড় পর্যন্ত এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একটু বৃষ্টি হলেই রাস্তাটি কাঁদায়  পরিপূর্ণ হয়ে যায়, হয়েছে বড় বড় গর্ত ও জলাবদ্ধতা। ফলে প্রতিদিনই বিপাকে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক, রোগীসহ এলাকাবাসী।

যদুনাথ পুর  ইউনিয়নের উখারিয়াবাড়ী ডিগ্রি কলেজ থেকে ছবরের মোড় পর্যন্ত  গ্রামের মানুষদের যাতায়াতের একমাত্র রাস্তাটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই যাতায়াতের আর উপায় থাকে না। জরুরি রোগীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স বা কোন ধরনের গাড়ি প্রবেশ করতে পারে না। যোগাযোগ দুর্ভোগ কারণে অনেক রোগী রাস্তায় মারা যায়। এছাড়া স্কুল কলেজ ও মাদ্রাসার কোমলমতি ছাত্রছাত্রীদের চলাচল বর্ষাকালে বেশ কষ্টকর। নারী পুরুষ বৃদ্ধ সবার জন্যই এ রাস্তায় চলাচল করতে যুদ্ধ করতে হয়।

 

যদুনাথ পুর  ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার কে  রাস্তার  বিষয়ে অবগতি করা হলে ৭নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান  বলেন এই রাস্তাটা যদুনাথ পুর  ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত অতি দ্রুত সংস্কার করা হবে বলে জানান

 রিকশাচালক  সিদ্দিক  বলেন, অল্প বৃষ্টি হলেই আমাদের এ রাস্তার অবস্থা খুব ভয়াবহ দেখা দেয়। মোটরসাইকেল ভ্যান মাঝে মধ্যেই  পড়ে যায়। এতে গাড়ির অনেক ক্ষতি হয়ে যায়। পরবর্তীতে মেরামত করতে অনেক টাকা লাগে। 

স্কুল ও মাদ্রাসায় যাতায়াত বেশ কষ্ট সাধ্য হয়ে গেছে। এ রাস্তা যত দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান এলাকাবাসী। এ প্রতিবেদকের কাছে রাস্তাজনিত দুর্ভোগ দুর্দশার কথা তুলে ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার অনুরোধ করেন এলাকাবাসী।

 

Không có bình luận nào được tìm thấy