close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ধানমণ্ডি ৩২-এ ফুল নিয়ে আসা রিকশাচালক মারধরের শিকার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হয়েছেন এক রিকশাচালক। তার নাম আজিজুর রহমান। ঝিনাইদহ সদর থানার ঘোড়াশা ইউনিয়নের ..

শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ফুলের তোড়া হাতে রিকশা চালিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে পৌঁছান আজিজুর। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে বাধা দেন এবং মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমার সৎ উপার্জনের টাকা দিয়ে কেনা ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি।” তার আনা ফুলের তোড়ায় লেখা ছিল, ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস’।

তিনি আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। একজন সাধারণ রিকশাওয়ালা হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী সম্মান জানাতে এসেছি।”

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে শ্রদ্ধা জানাতে আসা এই সাধারণ নাগরিকের সঙ্গে এমন আচরণ অমানবিক। তবে কারা এবং কেন তাকে বাধা দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো  মন্তব্য মেলেনি।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।

کوئی تبصرہ نہیں ملا