ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় দিনে-দুপুরে মো. কামাল হোসেন নামের এক শ্রমিক সরদারের কাছ থেকে ৮ লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. কামাল হোসেন মানিকগঞ্জের হরিরামপুর এলাকার বাসিন্দা। তিনি ধামরাইয়ের একটি ইটভাটার লেবার (শ্রমিক) সরদার বলে জানা গেছে।
ভুক্তভোগী কামাল হোসেন বলেন, ‘আমি ধামরাইয়ের কালামপুরের ডাচ্ বাংলা ব্যাংকের শাখা থেকে ৮ লাখ টাকা উত্তোলন করি। পরে সেখান থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেই। ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছলে একটি প্রাইভেটকারযোগে ছিনতাইকারীরা আমার গতিরোধ করে এবং প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা করে। পরে অস্ত্রের মুখে জোরপূর্বক আমার ৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
তিনি বলেন, ৫০০ টাকা নোটের ৬ টি বান্ডেলে ছিল তিন লাখ, ১০০০ টাকার নোটের তিন বান্ডেলে ছিল তিন লাখ, ১০০ টাকা ও ২০০ টাকা নোটের বান্ডেলে ছিল ২ লাখ। আমি থানায় খবর দিয়েছি।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার সুলতান বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ দিতে এসেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।