রুদ্র বিশ্বাস
ঢাকার মিরপুর এলাকার একটি পোশাক কারখানায় আগুন লেগে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। কারখানাটির শ্রমিকদের অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।
ফলে মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হওয়া নিহত ১৬ জনের সবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহতদের সবার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। আগুনে বেশ কয়েকজনের শরীর এমনভাবে পুড়ে গেছে যে, তাদের চেনার উপায় নেই বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা।
এদিকে, শ্রমিকদের মধ্যে এখনও যাদের খোঁজ পাওয়া যায়নি, তাদের সন্ধানে পোড়া কারখানাটির সামনে ভিড় করছেন পরিবারের সদস্যরা।