close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ঢাকায় রিকশার গ্যারেজ থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি জয়নাল আবেদীন গ্রেফতার।..

জবাব চাই avatar   
জবাব চাই
মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি জয়নাল আবেদীনকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।..

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (তারিখ উল্লেখ করতে পারেন) রাতে ঢাকার চুনকটিয়া এলাকার একটি রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে পাঁচবিবির একই এলাকার সাইদুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করেন জয়নাল। এতে সাইদুলের মাথা ফেটে যায় এবং গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩০ জানুয়ারি তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা বাদী হয়ে জয়নাল, তার দুই ভাই আয়নাল ইসলাম ও আল আমিন এবং মা জহুরা বেগমকে আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে চারজনই পলাতক ছিলেন। ইতোমধ্যে জহুরা বেগম ও তার দুই ছেলে আয়নাল ও আল আমিনকে বগুড়া থেকে গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ ঢাকা থেকে গ্রেফতার হলেন মামলার প্রধান আসামি জয়নাল আবেদীন।

পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator