ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ঢাকায় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” শীর্ষক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক সচেতনতা ও তরুণদের অধিকারের প্রশ্নে এই সমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রবিন। সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমিন খসরু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাজহারুল হক খান সোহেল।
সভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।
ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোখছেদুল ইসলাম ইকবাল বলেন, “তারুণ্যের অধিকার আদায়ের এই ঐতিহাসিক সমাবেশে ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। তরুণদের অধিকার আদায়ে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় বক্তারা ২৮ মে'র সমাবেশকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তরুণদের মধ্যে সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াতে কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।