ঢাকা মহানগরীতে সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এই ধারাবাহিকতায় বুধবার (২৩ এপ্রিল ২০২৫) পরিচালিত বিশেষ অভিযানে মোট ১,৮৩৯টি মামলার নথিভুক্তি করা হয়েছে।
ট্রাফিক আইন অমান্যের কারণে ঘটনাস্থল থেকেই ২৪৫টি যানবাহন ডাম্পিং করা হয় এবং আরও ১২২টি গাড়ি রেকারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, নগরবাসীর চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে আইন প্রয়োগের এ উদ্যোগ চলমান থাকবে। ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।