close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রতিবাদে ধনবাড়ীতে জমিয়তের বিক্ষোভ মিছিল..

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
****

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ ধনবাড়ী উপজেলা।

২৫ ই জুলাই ধনবাড়ী নওয়াব বাড়ী ঈদগাহ ময়দানে তাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হাসান দামাত বারাকাতুহ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকনুজ্জামান সাহেব।

এছাড়াও ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের ভিবিন্ন দায়ীত্বশীলরা উপস্থিত ছিলেন। সমাবেশে সঞ্চালনা করেন যুব বিষয়ক সম্পাদক মাওলানা যাকারিয়া মাহমুদ।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়। যা ঈদগাহ মাঠ থেকে ধনবাড়ী বাসস্ট্যান্ড হয়ে চালাষ চৌরাস্তা, অতপর সমবায় সুপার মার্কেট এলাকা প্রদক্ষিণ করে ঢাকা -জামালপুর মহাসড়ক দিয়ে উপজেলার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

 

সভাপতি মাওলানা নাজমুল হাসান (বাবা হুজুর) তার বক্তব্যে স্পষ্ট বলেন," বৃটিশ লাল কুকুরদের হাতে আমরা আমাদের এক ইঞ্চি মাটিও ছাড়বো না। এতে যদি আমাদেরকে শহীদি তামান্না নিয়ে ময়দানে নামতে হয় তাহলে সামান্যও দিধা করবো না।"

পরিশেষে সভাপতির বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ধনবাড়ী উপজেলার কর্মসূচি শেষ হয়।

Không có bình luận nào được tìm thấy