ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং, চান্দিনা ও দাউদকান্দি অংশে বৃহস্পতিবার (১ মে) ভোর থেকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়েছে অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে। দুর্ঘটনার ফলে মহাসড়কে আটকে পড়ে বহু যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। ফলে তীব্র তাপদাহে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
জানা গেছে, কুমিল্লার নুড়িতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে গেলে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। শুরুতে যানজট ওই এলাকায় সীমিত থাকলেও পরে তা ছড়িয়ে পড়ে বুড়িচংয়ের সৈয়দপুর থেকে দাউদকান্দির গোমতা পর্যন্ত। পরিস্থিতি সামাল দিতে ফেনী থেকে একটি ভারী রেকার আনা হয়, তবে উদ্ধার তৎপরতা শুরু হতে বিলম্ব হওয়ায় যানজট আরও দীর্ঘ হয়।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মহাসড়কে যানজট দীর্ঘস্থায়ী হওয়ায় যাত্রীদের পাশাপাশি পরিবহন শ্রমিকরাও ভোগান্তির শিকার হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস অনুযায়ী, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।