close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ঢাবি ক্যাম্পাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাম সংগঠনের বাধার মুখে প্রচারণা..

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আওয়ামী লীগ নিষিদ্ধের’ দাবিতে প্রচারণা চালানো একটি সংগঠনের পোস্টার সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে।..

‘ইনকিলাব মঞ্চ’ নামের একটি সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে লং মার্চ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচিকে ঘিরে সংগঠনটি গত এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে প্রচারণা চালায় এবং বিভিন্ন স্থানে পোস্টার টানায়।

 

তবে ইনকিলাব মঞ্চের অভিযোগ, তাদের লাগানো পোস্টারের ওপর বামপন্থী একটি ছাত্র সংগঠন 'প্রভাতফেরি'র পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে মূল দাবির প্রচার বাধাগ্রস্ত হচ্ছে। সংগঠনটির দাবি, বাম সংগঠনগুলো পরিকল্পিতভাবে ক্যাম্পাসে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ’ দাবির প্রচারণা দমন করছে এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।

 

ইনকিলাব মঞ্চের একাধিক সদস্য অভিযোগ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচির প্রচার চালাচ্ছি, কিন্তু বাম সংগঠনগুলো ক্যাম্পাসে আমাদের পোস্টার থাকতে দিচ্ছে না। তারা নিজেদের পোস্টার লাগিয়ে আমাদের প্রচারণাকে চাপা দিচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।”

 

এ বিষয়ে প্রভাতফেরি বা সংশ্লিষ্ট বাম সংগঠনগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে শিক্ষার্থীদের একাংশ মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছেন এবং পোস্টার সরানো বা ঢেকে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

 

বিশ্লেষকরা বলছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা ও সহনশীলতার চর্চা বজায় রাখা জরুরি, যাতে সকল পক্ষ শান্তিপূর্ণভাবে তাদের মতামত তুলে ধরতে পারে।

Nenhum comentário encontrado