close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দেশি কোচদের মানোন্নয়নে জোর, সালাউদ্দিনকে নিয়ে বিসিবির আস্থা..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বর্তমানে একমাত্র দেশি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন। তার প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল..

সোমবার (১৪ জুলাই) স্থানীয় কোচদের নিয়ে এক সভায় সভাপতির কণ্ঠে ভেসে আসে এ প্রশংসা। পাশাপাশি দেশি কোচদের উন্নয়নে জোর দিচ্ছে বোর্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। চলমান টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা থাকলেও কোচিং প্যানেলে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। বিশেষ করে ব্যাটিং কোচ সালাউদ্দিনকে নিয়েই আত্মবিশ্বাসী বিসিবি।

বিসিবি সভাপতি বলেন, "ব্যাটিং কোচকে আমরা লম্বা সময়ের জন্য রাখি। কারণ এটা লং প্রোসেস। সালাউদ্দিন ভালো করছে, সিরিজের মাঝখানে কমেন্ট করব না। এই মুহূর্তে তাকে পরিবর্তনের চিন্তা নেই।"

চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। আগামী ১৬ জুলাই (বুধবার) সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব-তামিমরা।

তবে জয় এলেও এখনই আত্মতুষ্ট নন বিসিবি সভাপতি। উন্নতির জায়গা রয়েছে বলেই মনে করছেন তিনি। "টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলে জিতেছি, তবে ইমপ্রুভের জায়গা আছে। ভালো খেললে সিরিজ জয়ের সম্ভাবনা আছে,"—যোগ করেন বুলবুল।

দেশীয় কোচদের দক্ষতা বাড়াতে বিসিবি ভবিষ্যতে আরও উদ্যোগ নেবে বলেও ইঙ্গিত দেন বোর্ড প্রধান।

 

没有找到评论