close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দেশের অগ্রযাত্রায় তরুণ নেতৃত্ব নিশ্চিত করবে বিএনপি: আমিনুল হক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
BNP leader Aminul Haque stated that if elected, the party plans to create 1 crore jobs in 18 months and ensure that the youth leads the country's progress.

বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ প্রজন্মকে দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল হক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, তাদের লক্ষ্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়া। তিনি জোর দিয়ে বলেন, যে বাংলাদেশে কৃতী শিক্ষার্থী, কৃতী খেলোয়াড় এবং তরুণ প্রজন্ম দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর পল্লবীর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

আমিনুল হক তার বক্তব্যে শিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তার মতে, একজন ভালো মানুষই পারে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে। তিনি বলেন, সমাজে ইতিবাচকতা নিশ্চিত করতে নৈতিক শিক্ষা অপরিহার্য।

তিনি বিএনপির কর্মপরিকল্পনা সম্পর্কেও স্পষ্ট ধারণা দেন। তিনি জানান, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। তিনি শিক্ষা, কর্মসংস্থান এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ওপর গুরুত্ব আরোপ করেন। দলটির এই কেন্দ্রীয় নেতা মনে করেন, তরুণ প্রজন্মকে ক্ষমতায়নের মাধ্যমে দেশের প্রকৃত উন্নতি সম্ভব।

এই সংবর্ধনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি নেতা আমিনুল হক মূলত শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তরুণদের প্রতি তাদের প্রত্যাশা নিয়ে সরাসরি মতবিনিময় করলেন।

Ingen kommentarer fundet


News Card Generator