close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দেশের ১৩তম সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

দেশের ১৩তম সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে বগুড়া পৌর এলাকার বিভিন্ন মৌজা নিয়ে গঠিত হবে নতুন সিটি করপোরেশন। এ লক্ষ্যে রোববার জেলা প্রশাসক হোসনা আফরোজা এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এতে বগুড়া এগিয়ে যাচ্ছে দেশের বৃহৎ সিটি করপোরেশনগুলোর তালিকায়।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা ১৯৮১ সালে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ২০০০ সালে যার আয়তন ছিল ১৪.৭৬ বর্গকিলোমিটার, পরে ২০০৪ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬৯.৫৬ বর্গকিলোমিটারে। বর্তমানে ২১টি ওয়ার্ডের এই পৌরসভার জনসংখ্যা প্রায় ১০ লাখ। বহুদিন ধরেই বগুড়াবাসী উন্নয়নের স্বার্থে পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন।

 

এ দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক হোসনা আফরোজা গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব দেন। সরকারের নীতিনির্ধারকদের সম্মতি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু হয়।

 

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০ অনুযায়ী, গণবিজ্ঞপ্তি জারি করে এলাকাবাসীর মতামত ও আপত্তি নেওয়া হবে। গত ১০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পত্র পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি পৌরসভার প্রশাসকসহ সংশ্লিষ্ট দফতরসমূহে পাঠানো হয়েছে।

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া পৌরসভার অন্তর্গত নির্ধারিত মৌজাগুলোর ভিত্তিতে সিটি করপোরেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। যদি কারও কোনো মতামত বা আপত্তি থাকে, তাহলে তা আগামী ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো আপত্তি গ্রহণ করা হবে না।

 

জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, "মৌজাভিত্তিক সীমানা নির্ধারণের কাজ শেষ হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। বগুড়া সিটি করপোরেশন গঠিত হলে উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে এবং নাগরিক সুবিধা আরও প্রসারিত হবে।"

Hiçbir yorum bulunamadı


News Card Generator