close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার খালেদা জিয়া: বাবর

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Former State Minister and BNP leader Lutfozzaman Babar said that Begum Khaleda Zia and her family have suffered the most persecution in Bangladesh. One of her sons died under the ruling Awami League’s..

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া ও তার পরিবার। আওয়ামী লীগের শাসনামলে তার এক ছেলে মৃত্যুবরণ করেছেন, আরেকজন প্রবাসে থাকতে বাধ্য হয়েছেন।

বিএনপির শীর্ষ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তার দাবি, আওয়ামী লীগ সরকারের অমানবিক আচরণ ও দমনপীড়নের কারণে খালেদা জিয়ার পরিবার আজও কষ্টে দিন কাটাচ্ছে।

বৃহস্পতিবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত এ সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার-পরিজন আওয়ামী জালিম সরকারের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। তার এক ছেলে নির্যাতন-নিপীড়নের কারণে মৃত্যুবরণ করেছেন। বড় ছেলে তারেক রহমান এখনো বিদেশে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হচ্ছেন।

তিনি আরও বলেন, “জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করিনি, ভবিষ্যতেও করব না। দেশের জন্য লড়াই করতে হলে সব বাধা-বিপত্তি মেনে এগিয়ে যেতে হবে। সামনে কঠিন সময় আসছে, জাতীয় নির্বাচনের মতো বড় চ্যালেঞ্জ আমাদের সামনে।”

বাবর বলেন, দলের কর্মীদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, দলের আদর্শকে ধারণ করেন, তাদের অবশ্যই কেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। এখন বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে। নিজেদের মধ্যে ভাঙন সৃষ্টি করলে শত্রুপক্ষ তা সুযোগ হিসেবে ব্যবহার করবে।

নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বাবর বলেন, “আমাকে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডসহ নানা সাজা দিয়েছিল। কিন্তু আপনাদের দোয়া, নামাজ ও রোজার কারণে আমি আজ মুক্ত। দীর্ঘ ১৮ বছর আন্দোলনের মধ্যে থেকেছি, সেই আন্দোলনের প্রেরণা ছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।

তিনি তারেক রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, “তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দলকে সংগঠিত করেছেন। এখন বিএনপি ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। তার নেতৃত্বেই দেশের মানুষ নতুন করে আশার আলো দেখছে।”

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে ভিপি জাহাঙ্গীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে শুক্রবার সকালে লুৎফুজ্জামান বাবর উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় যোগ দেন। পরে তিনি খালিয়াজুরী অঞ্চলেও গণসংযোগ করেন। দীর্ঘদিন পর নির্বাচনী এলাকায় ফিরে আসায় স্থানীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা ও দমনপীড়নের মধ্য দিয়েও তিনি বিএনপির হয়ে কাজ করে যাচ্ছেন।

বাবরের দাবি, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। আর তাই তাকে কেন্দ্র করে আন্দোলন-সংগ্রাম আরও জোরদার হবে। তার ভাষায়, “আওয়ামী লীগের দমননীতি যত বাড়বে, বিএনপির সংগ্রাম ততই তীব্র হবে। জনগণ গণতন্ত্রের জন্য আবারও রাস্তায় নামবে।

No comments found