সত্য প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনে বিচক্ষণ হতে হবে। কারন সাংবাদিকরা জাতির বিবেক, গনতন্ত্রের চোখ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে ‘ডায়না রেস্তোরায়’ আয়োজিত ‘গৌরব- ঐতিহ্য- সংগ্রাম’র শাশ^ত প্রতীক ‘দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তী উদযাপন প্রস্তুতি পরিষদের পরিচিতি সভা ও উপজেলা সহকারী কুমিশনার (ভূমি) এবং দেবীদ্বার পৌর প্রশাসক মোঃ রায়হানুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ওই বক্তব্য দেন।
তিনি আরো বলেন, সাংবাদিকদের অনৈক্য, বিভক্তি, আপোষকামী ও রাজনৈতিক লেজুরবৃত্তির কারনে সাংবাদিকদের সাংবাকিতা অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হচ্ছে। দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ‘ঐতিহ্য-সংগ্রাম’র পথ চলা ৪৫ বছর পূর্তী স্থানীয় সাংবাদিকদের সাংবাদিকতা নিসন্দেহে গৌরবের।
দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন,দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আহসান পারভেজ খোকন। বিদায়ী সংবর্ধিত উপজেলা সহকারী কুমিশনার (ভূমি) এবং দেবীদ্বার পৌর প্রশাসক মো. রায়হানুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু হানিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মোঃ ছিদ্দিকুর রহমান আমিন, ইঞ্জিনিয়ার মাহবুব আলম ভূইয়া প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ ময়নাল হোসেন, আক্তার হোসেন, এটিএম সাইফুল ইসলাম মাসুম,শফিউল আলম রাজীব প্রমূখ।
আলোচনা শেষে ২০২৬ সালের জানুয়ারী মাসকে সামনে রেখে এবিএম আতিকুর রহমান বাশারকে আহবায়ক ও মো. এনামুল হককে সদস্য সচিব করে ২৭ সদস্যের ‘দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব’র ৪৫ বছর পূর্তী উদযাপন প্রস্তুতি কমিটি ও বিভিন্ন উপ-কমিটির পরিচিতি তুলে ধরেন। সভায় প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
উক্ত অনুষ্ঠানে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন— বিজয় টিভি’র দেবীদ্বার প্রতিনিধি মো. এনামুল হক, দৈনিক যুগান্তরের আক্তার হোসেন, আমাদের দেবীদ্বারের ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাছুম, দৈনিক আজকালের খবরের এআর আহমেদ হোসাইন, দৈনিক ভোরের সূর্যদয়ের মো. রাজিব সরকার, দৈনিক নাগরিক ভাবনার এমজে এ মামুন, এশিয়ান টিভির মো. নেসার উদ্দিন, কুমিল্লার আলোর সহবার্তা সম্পাদক মামুনুর রশিদ সাংবাদিক মো. রুহুল আমিন হাজারী, সাংবাদিক মনির মোশাররফ, সাংবাদিক মো. শাহ জালাল, দৈনিক আমার প্রানের বাংলাদেশ'র উপ সম্পাদক সাংবাদিক আব্দুল আউয়াল সরকার, মো. আব্দুল হালিম সরকার, মো. আবুল কালাম, সাংবাদিক মো: সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।