দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাঁশখালীর সাইফুল ইসলাম
মোহাম্মদ ওয়াজেদঃবাঁশখালী
চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম আবারও তার দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন। সম্প্রতি তাকে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই সম্মাননা প্রদান করা হয় চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায়। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) তাকে এ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন।
গত মাসের পারফরম্যান্সের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। বাঁশখালী থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তাদের মধ্যেও কৃতিত্বের ছাপ রয়েছে। এসআই (নিরস্ত্র) মোঃ জামাল হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে, এসআই (নিরস্ত্র) রুবেল চন্দ্র সিংহ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসেবে এবং রুবেল হোসেন (মিজি) শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে পুরস্কৃত হন।
ওসি সাইফুল ইসলাম এ অর্জন সম্পর্কে বলেন, 'এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও অনুপ্রাণিত। সততা, দায়িত্বশীলতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই অর্জন আমার একার নয়, এটি আমার সহকর্মী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতার ফল। এ সম্মান আমাকে আরও অনুপ্রাণিত করবে দেশের সেবা ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে।'
পুরস্কার প্রাপ্তির পর তিনি চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এবং বাঁশখালী উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।