বাংলাদেশের টেস্ট ওপেনারদের সময়টা একেবারেই ভালো কাটছে না। সর্বশেষ ১২ ইনিংসে কোনো হাফসেঞ্চুরি নেই তাদের কারও। এমন অবস্থায় দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার এনামুল হক বিজয়কে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলে রাখা হয়েছে।
ডিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন বিজয়।
সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় নিয়মিত ব্যর্থ হওয়ায় দ্বিতীয় টেস্টের একাদশে বিজয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। যদি তিনি খেলেন, তবে ২০২২ সালের জুনের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
চলতি ডিপিএলে দারুণ ফর্মে আছেন বিজয়।
১৪ ম্যাচে করেছেন ৮৭৪ রান, সেঞ্চুরি ৪টি, এবং এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। শুধু লিস্ট ‘এ’ নয়, সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগেও ছিলেন অসাধারণ ছন্দে — ৭ ম্যাচে ৬৭.৭০ গড়ে করেছেন ৭০০ রান।