close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দ্বীপ ইউনিয়ন গাবুরায় পানি শোধনাগার উদ্বোধন করলেন  সাতক্ষীরা পুলিশ সুপার  ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
পানি শোধনাগার  শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা  পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।..


দ্বীপ ইউনিয়ন গাবুরায় পানি শোধনাগার উদ্বোধন করলেন  সাতক্ষীরা পুলিশ সুপার  

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার পাশ্বমারী গ্রামে  সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সহযোগিতায় একটি পানি শোধনাগার  শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা  পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন গাবুরা ইউনিয়নের উপকূলীয় এলাকার বাসিন্দারা বহুদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে কষ্টে জীবনযাপন করছিলেন। আজ পার্শ্বেমারী গ্রামবাসীর সেই কষ্ট লাঘব হয়েছে। এই অঞ্চলের মানুষদের নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), সাতক্ষীরা মোঃ হাফিজুর রহমান, ইনচার্জ, কমিউনিটি ব্যাংক, সাব-ব্রাঞ্চ, খুলনা, মোঃ কামাল হোসেন গাজী, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরের গাবুরায় পানি শোধনাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator