close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ডালিয়া ইসলাম নুরানী ও তাহফীজুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত..

MD ELIAS HOWLADER avatar   
MD ELIAS HOWLADER
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে অবস্থিত ডালিয়া ইসলাম নুরানী ও তাহফীজুল কুরআন মাদ্রাসা আজ রবিবার পালন করেছে তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।..

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি | | ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে অবস্থিত ডালিয়া ইসলাম নুরানী ও তাহফীজুল কুরআন মাদ্রাসা আজ রবিবার পালন করেছে তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

২০২৩ সালে সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জহুরুল ইসলাম বাদশা তালুকদার তার প্রয়াত স্ত্রী ডালিয়া ইসলাম এর নামে নিজ বাড়িতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। শুরুতে মাত্র ১৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে।

মাদ্রাসায় বর্তমানে নূরানী ও হিফজুল কুরআন শাখা চালু রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা এখানে কুরআনের মৌলিক শিক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ হিফজ অধ্যয়নেও অংশ নিচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় কেরাত, গজল, এবং ইংলিশ ও বাংলা কবিতা আবৃতি করেন শিক্ষার্থীরা

প্রতিষ্ঠাতা মোঃ জহুরুল ইসলাম বাদশা তালুকদার বলেন, আমার স্ত্রীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি। আজ এত সংখ্যক শিক্ষার্থী এখানে দ্বীনি শিক্ষা নিচ্ছে দেখে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি জানান, ভবিষ্যতে এই মাদ্রাসায় সাধারণ শিক্ষারও ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, মাত্র দুই বছরের ব্যবধানে মাদ্রাসাটি এলাকাবাসীর কাছে একটি আদর্শ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator