close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ডাকসু নির্বাচন: বিশ্বমুখী কর্মপরিকল্পনা নিয়ে ইমরান

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
DUCSU 2025: Imran Mia (Sadman), Ballot No. 2, Pledges Global Outreach and Academic Exchange

আসন্ন ডাকসু নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইমরান মিয়া (সাদমান)। ব্যালট নং ২–এর এই প্রার্থী তার নির্বাচনী অঙ্গীকারে বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা তুলে ধরেছেন।

ইমরান মিয়া প্রতিশ্রুতি দিয়েছেন বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ বাড়ানোর পাশাপাশি একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর। স্বল্প ও দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, বিদেশি রাষ্ট্রদূত, অধ্যাপক ও বিশেষজ্ঞদের নিয়ে নিয়মিত আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা আয়োজনের কথাও উল্লেখ করেছেন তিনি।

এছাড়া আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষার সাশ্রয়ী কোর্স চালু, বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাংস্কৃতিক ও একাডেমিক সম্পর্ক জোরদার, বৃত্তি ও গবেষণার জন্য ডিজিটাল তথ্যভাণ্ডার ও হেল্পডেস্ক প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতিও তার কর্মপরিকল্পনায় রয়েছে।

ইমরান মিয়া (সাদমান) বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতে আমি শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করব। এর জন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসার এ উদ্যোগ ডাকসু নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই।

Keine Kommentare gefunden